
একটু চিন্তা করে দেখেন মুঘল সম্রাজ্যের মালিকরা যখন হাজার খানেক বৌ তথা রক্ষিতা রাখতো সে খবর আমরা খুব আনন্দের সাথে গ্রহণ করি, সম্রাটদের পৌরুষিকতার প্রশংসা করি. কিন্তু আমাদের দেশের কেও যদি একই কাজ করে, তাইলে তার জন্য ঘৃণা ছাড়া আর কিছু চিন্তা করতে পারি না. এটা কি আমাদের ভিতরের হিংসা থেকে আগত?
আরেকটা কথা এখানে বলা প্রয়োজন. ১৮৬৪ সালের খবর, আমি ১০০% নিশ্চিত সে সময়ে লন্ডনে ঢাকার চেয়ে ১০০ গুন্ বেশি পতিতা ছিল, যত বড়ো শহর তত বেশি ব্যাবসা , তত বেশি পল্লী. এটাই ক্যাপিটালিসম.