is there any definition of success?

what is failure?
what is success?

Success is  a delusion, so is failure. what is success to you may be a failure to others. Getting an A in an exam may be a success to many but may be a failure to anyone who thinks anything less than 99% is a failure.

Buying a latest model BMW is a success to many but what is the point to having a BMW when you have a back pain and you can’t sit properly in that BMW?

 

 

Be the “second smartest” guy after your boss

your boss is the smartest guy in the office

Our bosses are always very egoistic. Never ever hurt their ego. if you have to, do it when you meet him personally.

Make your boss feel the smartest guy in the office. You don’t have to lie for this, you just need to notice the good gestures/traits of his character and praise those in public or private. Another mind hack: when you praise someone, first say what for are you praising and then explain WHY are you praising. And finally, show some interest in it.  For example, if you like the watch of your boss, 

you – that watch is marvellous! (you said WHAT). the colour combination is more than perfect ( you explained WHY), where did you get it? ( you showed interest in that watch)

Give a gift occassionally, doesn’t matter how small is that, shows that you think of him/her even if you are not in the office. This will get you a huge return eventually.

Finally, if someone comes to you and start bad mouthing about your boss, don’t put yourself in that trap by supporting that, instead quickly jump into some other conversation and bypass the badmouthing. in that way you keep your friendship alive and also keep yourself safe from office politics.

 

 

 

কি ভাবে ভাল স্রোতা হবেন – এক মুখ দুই কান

ভাল স্রোতার উপকারিতা

আচ্ছা আপনি কি কোনদিন চিন্তা করেছেন আমাদের আল্লাহ কেন একটা মুখ কিন্তু দুইটা কান দিয়েছেন?

যেন আমরা শুনি বেশি, বলি কম।

আমরা কথা বলার সময় মন দিয়ে অপরের কথা শুনার চেষ্টা করি না, আপনার প্রিয়জন আপনার সাথে কথা বলছেন কিন্তু আপনি তাকিয়ে আছেন আপনার মোবাইলের স্ক্রিনের দিকে অথবা সামনে আপনার টিভির দিকে।  আচ্ছা কল্পনা করুনতো আপনি কারও সাথে কথা বলছেন কিন্তু সে আপনার কোথায় শুধু হু-হা করছে আর তার মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে……… আপনার কেমন লাগবে? 

এরপর থেকে আমরা যখন কারও সাথে কথা বলব, সে যেই হোকনা কেন, আমরা তার চোখের দিকে তাকাবো, যতক্ষণ সে কথা বলবে তার অন্তত ৪০% টাইম।  আপনি মানুষের চোখের দিকে সরাসরি তাকাতে সংকোচ বোধ করেন? ঠিক আছে, আজকে থেকেই একটা খেলা শুরু করতে পারেন। আপনার সামনে যে মানুষটি কথা বলছে, তার চোখের মনির রং কি? দেখার চেষ্টা করুন, ভাল করে তাকান, একদম সরাসরি চোখের মনির দিকে। চোখের মনির দিকে তাকান, তারপর আপনি তার দুই চোখ এবং মুখ দিয়ে যে ত্রিভুজ তৈরি হয় তার মধ্যেই আপনার চোখকে ঘুরে ফিরে বেড়াতে দিন। এক চোখের মনির দিকে তাকান, তারপর অন্য চোখ, তারপর নাক , তারপর ঠোট… আবার এক  চোখের মনির দিকে তাকান, তারপর অন্য চোখ, তারপর নাক , তারপর ঠোট…… অনেকটা  – বাম  চোখ → ডান চোখ → নাক → মুখ →বাম  চোখ → ডান চোখ → নাক → মুখ →বাম  চোখ → ডান চোখ → নাক → মুখ ………। প্রতিটা জায়গায় কয়েক সেকেন্ড সময় দিন (৫-১০ সেকেন্ড )

আজকে থেকেই এই খেলা শুরু করুন। দেখুন আপনার চারপাশের সবাই আপনাকে অনেক বেশি আকর্ষণীয় ভাবছে,  কারণ আপনি এখন তাদের কাছে আত্মবিশ্বাসী এবং মনযোগী স্রোতা, আমরা সবাই মনযোগী স্রোতা ভালবাসি, বাচালকে কে সবাই এড়িয়ে যাই।

আত্মবিশ্বাসী এবং মনযোগী স্রোতা হোয়ে প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক আরও সুদৃঢ় হোক ………

আপনি কে?

জারা সত্যিকারের ধনী (শুধু ধন সম্পত্তিতে না, চিন্তা ভাবনায়ও), তারা এভাবেই চিন্তা করে

কখনো  চিন্তা করেছেন কি আপনি কে? কোন কোন জিনিসগুলি ডিফাইন করে আপনাকে? বড় দাগে বলতে গেলে –

  • your sense of humor
  • your intelligence
  • your creativity
  • your compassion
  • your motivation

এসব কিছুই আপনাকে গঠন করে। আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার মৃত্যুর দুই জেনারেশন অর্থাৎ সর্বচ্চ আপনার নাতি নাতনিই আপনাকে মনে করতে পারবে, নাতির ঘরের পুতি আপনার নামও জানবে না। ভাগ্য খুব ভাল হলে আপনার ছবি ঘরের দেয়ালে স্থান পাবে। আপনার ধন দৌলতের কথা কেও মনে রাখবে না। তবে হ্যাঁ, আপনি যদি মানুষের জন্য কিছু করেন, যেমন স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল বাজার খেলার মাঠ অথবা এমন কিছু যা সাধারণ মানুষ যুগের পর যুগ ব্যাবহার করতে পারবে, তাহলে আপনি বেচে থাকবেন আপনার সৃষ্টি যতদিন বাচবে তত দিন। ধন দৌলত আহরণ করা না, কিভাবে ব্যাবহার করবেন তার উপরেই আপনার নামের বেচে থাকা নির্ভর করবে।

আপনি নিজেই চিন্তা করেন, আপনি কি কোন চোর ডাকাত বদমাশ অথবা আজ থেকে ১০০ বছর আগের কন কঞ্জুস বড়লোকের নাম জানেন ? আপনি কি এমন কারো নাম জানেন যে মানুষের পকেট থেকে খালি নিয়েছে কিন্তু কখনোই কিছু দেয় নাই?


এই লেখার মূল ভাবনা নেয়া হয়েছে  Ronald Fox এর “what is your most powerful tip” আর্টিক্যাল থেকে। আপনারা চাইলে মূল আরটিক্যালটি পড়ে দেখতে পারেন এই লিঙ্ক থেকে 

what is your most powerful tip? 

………………………………”Everything about you , your sense of humor, your intelligence, your creativity, your compassion, your motivation; all of what makes you YOU, will be forgotten within 2 generations of your death. Your children will remember your love, and maybe your grandchildren but after them, you will only be a picture on a wall, or a name in the annals of history. But what makes you who you are, distinct and unique, will be forgotten forever. Just like all other species. Sad.”…………………………….