Elixir of Life in Humayun Ahmed’s writing

Elixir of life in Humayun Ahmed’s writing
Elixir of life in Humayun Ahmed’s writing

 

হোলি গ্রেইল শব্দটা প্রথম শুনি ইন্ডিয়ানা জোনসের মুভি থেকে. এর অর্থ হলো এই পানীয় পান করলে নাকি মানুষ হাজার বছর বাঁচতে পারে. এই দুনিয়ার সবচে বড়ো জোক হলো আমরা সবাই হুরপরীর লোভে বেহেস্তে যেতে চাই কিন্তু কেও মরতে চাই না.

হুমায়ুন আহমেদ একবার টাইম ম্যাগাজিনের একটা কপি হাতে পেলেন, 2011 সালের ঘটনা. সে সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদন ছিল মানুষ ২০৪৫ সালে বিজ্ঞানের এতই উন্নতি করবে যে মানুষ আর মরবে না. মানুষ সিঙ্গুলারিটিতে পৌঁছাবে যেখানে ফিজিক্সের কোন সূত্র আর কাজ করবে না. হুমায়ুন আহমেদ দুঃখ করে বলেছিলেন আহা আমি আর বাঁচবো না ততদিন, এই দুনিয়াতে ফিনিক ফোটা জোছনা আমার দেখা হবে না.

লেখাটি হুমায়ূন আহমেদের বই “লীলাবতীর মৃত্যু” থেকে নেওয়া হয়েছে.